Wellcome to National Portal
Pilot Plant and Process Development Centre, BCSIR Ministry of Science and Technology, Government of the People's Republic of Bangladesh
Text size A A A
Color C C C C

Last updated: 3rd September 2019

বিসিএসআইআর-এ শুরু হলো মেটালোগ্রাফি ও ক্রিস্টালোগ্রাফি ‍বিষয়ক প্রফেশনাল ট্রেনিং কোর্স


Publish Date: 2019-09-01

প্রেস রিলিজ

বিসিএসআইআর- শুরু হলো মেটালোগ্রাফি  ক্রিস্টালোগ্রাফি ‍বিষয়ক প্রফেশনাল ট্রেনিং কোর্স

 

 

ঢাকা: ২৯ আগষ্ট ২০১৯

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর পাইলট প্ল্যান্ট এন্ড প্রেসস ডেভেলপমেন্ট সেন্টার কর্তৃক আয়োজিত ৩ মাস ব্যাপী মেটালোগ্রাফি ও ক্রিস্টালোগ্রাফি বিষয়ক কোর্স। কোর্সটি ২৯ আগস্ট ২০১৯ হতে বিসিএসআইআর-এ শুরু হয়েছে। এ ব্যাচে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীবৃন্দ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত মোট ২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রশিক্ষণটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মো: গোলাম রব্বানী, সদস্য (উন্নয়ন), বিজয় ভুষণ পাল, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), মো: শওকত আলী,  সদস্য (অর্থ), রুপেশ চন্দ্র রায়, পরিচালক, পিপিএন্ডপিডিসি, ড. আব্দুল গফুর, পিএসও, পিপিএন্ডপিডিসি সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আয়োজকবৃন্দ বলেন, দেশের দক্ষ মানব সম্পদ উন্নয়নে এ প্রশিক্ষণ কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ। এ কার্যক্রম সারাবছর ব্যাপী চলমান থাকবে। আগ্রহী প্রকৌশলী, টেকনিশিয়ান এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ  এ কোর্সে অংশগ্রহণ করতে পারবে।

প্রশিক্ষণটি  ৩ মাস ব্যাপী সপ্তাহে ৩ দিন  প্রতিদিনে ২ টি ক্লাস বিকেল ৪:০০ থেকে ৬:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

কোর্স বিষয়ক বিস্তারিত জানার জন্য বিসিএসআইআর-এর ওয়েব সাইট http://www.bcsir.gov.bd/ দেখুন।

 

মো: ইছাহাক মোল্লা

 জনসংযোগ কর্মকর্তা

 বিসিএসআইআর, ঢাকা

                                                                                                                                         মো: ০১৯১১৯৩০৭১৬